Tuesday, December 24, 2019
নিজের বা প্রেমিকার ফেসবুকের সবকিছু ডাউনলোড করে নিন ১ক্লিকে।
ফেসবুক ব্যবহারকারীদের সুবিধার জন্য নিত্য নতুন আপডেট নিয়ে আসতেছে। নতুন একটি চমৎকার অপশন যোগ হয়েছে বর্তমান ফেসবুক অ্যাপে।আপনি যতদিন ধরে ফেসবুক ব্যবহার করছেন সেই শুরুর দিন থেকে আজ পর্যন্ত যত ছবি, ভিডিও পোস্ট করেছেন। যত যায়গায় লাইক, কমেন্ট করেছেন, ফ্রেন্ডলিস্ট, কারা আপনাকে ফলো করে, আপনি কাদেরকে ফলো করেন… ইত্যাদি।
এমনি আপনি কখন কাদেরকে কি মেসেজ করেছেন, কাদের কল দিয়েছেন এই সবকিছুই একসাথে ফোনে ডাউনলোড করে দেখতে পারবেন।
আপনি চাইলে অন্য যা কারো ফেসবুক ডাটা এভাবে ডাউনলোড করে নিজের কাছে রেখে দিতে পারবেন।
গত ১ সপ্তাহ, ১/২/৩ মাস বা বছরের ডাটা এভাবেও ডাউনলোড করা যাবে।
এ জন্য ফেসবুকের সেটিংসে যেতে হবে, তারপর প্রাইভেসি সেটিংস থেকে একটু নিচের দিকে Download Your Information এ যেতে হবে। সেখান থেকে যেই যেই তথ্য ডাউনলোড করতে চান সেগুলো সিলেক্ট করে Create File এ ক্লিক করতে হবে।
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment